Tomar Chokher Shitolpati | Cheeni | Lagnajita | Aparajita | Madhumita | Prasen | Ritam | Mainak |SVF
মা আর তার সন্তানের সম্পর্কটা বাকি সবার থেকে অনেকটাই আলাদা হয় | সেই আন্তরিকতা, সেই স্নেহই প্রকাশ পেয়েছে গানটিতে | Listen to 'Tomar Chokher Shitolpati' from #Cheeni as we celebrate a roller coaster ride of the purest of emotions.
Running Succesfully, only in theaters!
#TomarChokherShitolpati #Madhumita #MainakBhaumilk #AparajitaAdhya #LagnajitaChakraborty #Prasen #RitamSen #RunningSuccesfully #SVF
_______________________________________________
Listen to the full audio :
Hungama : bit.ly/TomarChokherShitolpati_Hungama
Wynk : bit.ly/TomarChokherShitolpati_Wynk
JioSaavn : bit.ly/TomarChokherShitolpati_JioSaavn
Spotify: bit.ly/TomarChokherShitolpati_Spotify
Amazon : bit.ly/TomarChokherShitolpati_Amazon
iTunes : bit.ly/TomarChokherShitolpati_iTunes
Also available for FREE on hoichoi: www.hoichoi.tv/songs
♪♪♪ To set this song as your CallerTune ♪♪♪
Vodafone Users dial - 53712241418
Idea Users dial - 53712241418
Airtel Users dial - N/A
BSNL (South-East ) Users dial - 12241418
_______________________________________________
Lyrics :
তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গানদী
করবো অনুবাদ।
অন্ধকারে যায়না দেখা
তোমার চুলের গন্ধমাখা
স্বপ্নে ফোটে জুঁই
তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
_______________________________________________
Credits :
Tomar Chokher Shitolpati
Singer- Lagnajita Chakraborty
Composition - Prasen
Lyrics- Ritam Sen
Arrangements and Design- Amit-Ishan
Guitar design- Subhamoyy Chowdhury
Mixing and Mastering- Amit Chatterjee
Writer & Director - Mainak Bhaumik
Cinematography- Prosenjit Chowdhury
Edit- Sanglap Bhowmik
Art Direction- Tapan Kumar Seth
------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
► Subscribe to SVF INworlds channel : bit.ly/SVFsocial
► Like us on Facebook : facebook.com/SVFsocial
► Follow us on Twitter : twitter.com/SVFsocial
► Follow us on Instagram : instagram.com/svfsocial
so emotional song😔
লগ্নজিতা সেরা❤
Lognojita di your voice soothes my heart and mind
------------ কানে লগ্নজিতা হাতে কফি, আর চোখে হালকা ঘুম...❤️
💫❤️
লগ্নজিতা ❤❤
Darun ❤️
Happy birthday sourav da 🍾
Ritam Sen is incredible!
কবে যাব ফিরে..!?
❤️❤️❤️
মুভিটা কাল দেখে এলাম,,,,খুব ভালোলাগলো মুভিটা।। এই গানটা খুব মনে ধরেছে আমার।।। খুব ভালোলাগে প্রতিদিন শুনি।।
Kichuta alga hoye jauya valobasa guloke ....aroo sokto korar jonno osongkho dhonobad roilo ...❤️
Lagnajita's voice ❤️ ❤️
Lagnajita best, love from Bangladesh
সুরকারের নাম জানলে আনন্দ পাব।
Gan ta suna khub valo laglo....REALLY❤
Want full movie and when it has realsed
খুব সুন্দর একটা মা মেয়ের গান 😀😀😀😙😙😙
😌😌😌💗💗💗
মা তুমিই জীবন ❤
Valo
This is song is an addiction...❤️
Khub darun voice❤️❤️❤️❤️❤️
Pran jorano song 🎵 ♥
Just amazing
Prasen r golay e besi vlo lage kintu
মন জুড়ানো গান🥰🥰
58 খ্রিস্টপূর্বাব্দে, ক্লিওপেট্রা সম্ভবত তার বাবার সাথে, টলেমি xii aulets এর সাথে মিশর (একটি রোমান ক্লায়েন্ট স্টেট) এর একটি বিদ্রোহের পর রোমের নির্বাসনের সময় রোমে তার নির্বাসনের সাথে সাথে তার কন্যা বারেনিস চতুর্থ সিংহাসন দাবি করার অনুমতি দেয়। রোমান মিলিটারি সহায়তায় মিশরে ফিরে গেলে 55 খ্রিস্টপূর্বাব্দে বারেনিসে মারা যান। 51 খ্রিস্টপূর্বাব্দে 51 খ্রিস্টাব্দে মারা যান, ক্লিওপেট্রা ও তার ভাই টোলমি XIII এর যৌথ রাজত্ব শুরু হয়, কিন্তু তাদের মধ্যে একটি পতনশীল আউট-আউট গৃহযুদ্ধের নেতৃত্বে। সিজারের গৃহযুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী জুলিয়াস সিজার (রোমান স্বৈরশাসক এবং কনসুলের (রোমান স্বৈরশাসক এবং কনসুল) বিরুদ্ধে 48 খ্রিস্টপূর্বাব্দে ফারসালাসের 48 বিসি যুদ্ধের হারানোর পর রোমান রাষ্ট্রপতি পম্পি মিশরে পালিয়ে গেলেন। পপ্পি টলেমি XII এর একটি রাজনৈতিক সহযোগী ছিলেন, কিন্তু তার আদালতের অপহরণের প্রতি আহ্বান জানিয়ে টোলমি XIII, পম্পি হামলা করেছিলেন এবং সিজারের আগমনের আগে এবং আলেকজান্দ্রিয়া দখল করেছিলেন। সিজার তার প্রতিদ্বন্দ্বী পিটলেমিক ভাইবোনদের সাথে মিলিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু টলেমি এর প্রধান উপদেষ্টা পোথিনস ক্লিওপেট্রার পক্ষে কৈসারের পদ দেখেছিলেন, তাই তার বাহিনী প্রাসাদে ও কৈসরকে ঘিরে রেখেছিল। অবরোধের পরপরই অবরোধের পরপরই, প্যাটলমি XIII 9 বিসি যুদ্ধে নিলে মারা যান; Cleopatra এর অর্ধ বোন Arsinoe iv অবশেষে অবরোধ বহন করার জন্য তার ভূমিকা জন্য ইফিষে নির্বাসিত করা হয়। সিজার ক্লিওপেট্রা এবং তার ভাই টোলমি এক্সভিউ যৌথ শাসক ঘোষণা করেন, কিন্তু ক্লিওপেট্রার সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছিলেন যা একটি পুত্র, কেসারিয়ন তৈরি করেছিলেন। ক্লিওপেট্রা 46 থেকে 44 খ্রিস্টপূর্বাব্দে ক্লায়েন্ট রাণী হিসাবে রোমে ভ্রমণ করেন, যেখানে তিনি সিজারের ভিলাতে থাকতেন। 44 খ্রিস্টপূর্বাব্দে কৈসরের হত্যার পর এবং 44 খ্রিস্টপূর্বাব্দে টলেমি XIV এর পরে, তিনি সিজারিয়ন সহ-শাসক নামে পরিচিত। 43-4২ খ্রিস্টাব্দে মুক্তিযোদ্ধাদের গৃহযুদ্ধে ক্লিওপেট্রা সিজারের গ্র্যান্ডনি ইফে এবং উত্তরাধিকারী অষ্টভিয়ান, মার্ক অ্যান্টনি এবং মার্কাস আয়েমিলিয়াস লিপিডাসের দ্বারা গঠিত রোমান দ্বিতীয় ত্রৈমাসিকের সাথে ছিলেন। 41 খ্রিস্টপূর্বাব্দে টারসোসে তাদের বৈঠক শেষে রানী অ্যান্টোনির সাথে একটি সম্পর্ক ছিল। তিনি তার অনুরোধে আর্সিনোকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন এবং পার্থিয়ান সাম্রাজ্যের আক্রমণ এবং আর্মেনিয়া রাজ্যের আক্রমণের সময় তহবিল ও সামরিক সাহায্যের জন্য ক্লিওপেট্রার উপর ক্রমবর্ধমান নির্ভরশীল হয়েছিলেন। আলেকজান্দ্রিয়া দান তাদের সন্তানদের আলেকজান্ডার হেলিওস, ক্লিওপেট্রা সেলিনিরি এবং টলেমি ফিলাডেলফাস শাসকরা অ্যান্টিনির ত্রিভুজের কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন পূর্ববর্তী অঞ্চলের উপর ঘোষণা করে। এই ঘটনা, তাদের বিয়ে, অ্যান্টিভিয়ানের বোন অক্টাভিয়া মাইনরের বিয়েটি রোমান প্রজাতন্ত্রের চূড়ান্ত যুদ্ধের দিকে পরিচালিত করে। অষ্টভিয়ান প্রচারণা যুদ্ধে জড়িত, রোমান সেনেটে অ্যান্টনির মিত্ররা রোমে 32 খ্রিস্টপূর্বাব্দে রোমে পালিয়ে যায় এবং ক্লিওপেট্রাতে যুদ্ধ ঘোষণা করে। অ্যাক্টিমিয়ামের 31 বিসি যুদ্ধে অ্যান্টনি এবং ক্লিওপেট্রা নৌবাহিনীর নৌকায় পরাজিত হওয়ার পর, অক্টাভিয়ানের বাহিনী 30 খ্রিস্টপূর্বাব্দে মিশর আক্রমণ করে এবং অ্যান্টনি আত্মহত্যার দিকে অগ্রসর হয়। ক্লিওপেট্রা জানতে পেরেছিলেন যে অক্টোবিয়ান তার রোমান জয়ী মিছিলে তাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তিনি বিষাক্ততার দ্বারা নিজেকে হত্যা করেছিলেন, জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে তিনি একটি এএসপি দ্বারা বিদ্ধ করেছিলেন। Cleopatra এর উত্তরাধিকার প্রাচীন এবং শিল্প আধুনিক কাজ বেঁচে থাকে। রোমান ঐতিহ্যাগোগ্রাফি এবং ল্যাটিন কবিতাটি মধ্যযুগীয় ও নবজাগরণের সাহিত্যে পরবর্তীতে রাণীকে একটি সাধারণ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল। ভিজ্যুয়াল আর্টস, তার প্রাচীন চিত্রণগুলিতে রোমান বাস, পেইন্টিং, এবং ভাস্কর্য, ক্যামিও কারভিং এবং গ্লাস, পিটলেমিক এবং রোমান মুদ্রা, এবং ত্রাণ অন্তর্ভুক্ত। রেনেসাঁস এবং বারকো শিল্পে, তিনি অপেরা, পেইন্টিং, কবিতা, ভাস্কর্য এবং থিয়েটার নাটক সহ অনেক কাজের বিষয় ছিল। তিনি ভিক্টোরিয়ান যুগের পর থেকে মিশরোনিয়ায় একটি পপ সংস্কৃতি আইকন হয়ে উঠেছেন, এবং আধুনিক সময়ে, ক্লিওপেট্রা প্রয়োগ করেছেন এবং ফাইন আর্টস, বুর্লারিক স্যাটের, হলিউড ফিল্মস এবং বাণিজ্যিক পণ্যগুলির জন্য ব্র্যান্ডের চিত্রগুলিতে প্রকাশ করেছেন।
Ek kothay oshadharon
Asadharon gan r cinema ❤️❤️❤️
সুন্দর🥀
সুন্দর 🌼
ধৈর্য হলো জগতের সবচেয়ে শক্তিমান যোদ্ধা” - লিও টলস্টয়..
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘.
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘.
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘.
বিসমিল্লাহির রাহমানির রাহিম তান্ত্রিক জগতের আধ্যাত্মিক গুরু সাধক 💀কবিরাজ আজগর আলী💀 ☎মোবাইলঃ 01951715174☎ কথা নয় কাজ ইনশাআল্লাহ কামরূপ কামাক্ষা-নাগাল্যান্ড থেকে ১২ বৎসর প্রশিক্ষণ প্রাপ্ত ..........চিকিৎসা সমূহ.......... বান,যাদু, কুফুরীর কাজ করা হয়। স্বামী-স্ত্রীর অমিল, বিয়ে-সাদি হয় না, নিঃসন্তান, ব্যবসা ও শুভ কাজে বাধা। জায়গা জমি নিয়ে ঝামেলা, জ্বিন-পরীর আছর, অক্ষমতা এবং শত্রু, দুশমন, প্রেম ভালোবাসা, ও আরো গোপনীয় যে কোন অসাধ্য কাজ কে সাধ্য করে দেওয়া হয়, ইনশাআল্লাহ।📱মোবাইলের মাধ্যমে দেশে-বিদেশে কাজ করা হয়। ১০০& গ্যারান্টি সহ কাজ করা হয় ইনশাআল্লাহ।💯 ✔ 💰......কাজের পরে টাকা নেওয়া হয়.......💰 জীবন যেহেতু আছে সমস্যা থাকতেই পারে আর সমস্যা যেহেতো আছে ইনশাআল্লাহ এর সমাধানও আছে 🕋 নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুণ।🕋 🏘.......ঠিকানা- সিলেট ছাতক........🏘.
Amazing song
দারুণ গান। হারমোনিয়াম তবলা সহযোগে একটি কভার আছে এই গানটির। শুনে দেখতে পারেন। লিংক রইলো... inworlds.info/plus/u9Oey6KpnojUma4/v-iy
Osadharon movie... R ei gan ta just awesome
👌👌👌👌👌
Miss u maa very much
So emotional heartouching👌💗💗💗
❤️❤️❤️❤️
অপরাজিতার মত দক্ষ অভিনেতার সাথে যেভাবে মধুমিতা অভিনয় করেছে অপূর্ব।।। আর তেমনি এই গান অসাধারণ🔥
দারুণ গান। হারমোনিয়াম তবলা সহযোগে একটি কভার আছে এই গানটির। শুনে দেখতে পারেন। লিংক রইলো... inworlds.info/plus/u9Oey6KpnojUma4/v-iy
1:19 this makes me crying everytime
release hobe kobe
Sotti.... Kano ja loka ato kosto day🙃
Mon santo kora ekta gaan ..... prothom suntei khub priyo hoe gelo ❤️❤️❤️
২০২০ এর সমস্ত অঘটন সহ এ গানটিও সকলে মনে রাখবে।❤️
মা কে নিয়ে এত সুন্দর গান খুবই কম শুনেছি... ☺️
Ahaaa sundor!!!✨
ছবিটার অপেক্ষায় রইলাম ♥️♥️♥️♥️
এখানে অনেকে গানটা র খুব প্রশংসা করছে....... হ্যাঁ এটা একদম ঠিক এমন গান অনেক সময় পর পর আমরা পাই..... বাংলা গানটা বেঁচে থাক আজীবন..... কিন্তু সমস্যা তা হলো এখানে অনেকে প্রশংসা করছে পুরো তা ইংলিশ ভাষা তেই 🙃 না আপনি ইংলিশ জানেন আমরা জানি কিন্তু আপনি তো বাঙালী একটু বাংলায় প্রশংসা করেন না, কি সমস্যা?????
oshadharon!!
খুব অপেক্ষায় আছি দেখার জন্য
Lagnagitar gaan sob somoi mon chuye jai🌻❤️❤️
লগ্ন জিতার স্বর একবার শুনে প্রাণ ভরে নাহ...
Vison valo gan ta....sonar satha satha mon ta just vlo hoia jai....just awesome
খুব আলাদা একটা গান❤️
☺️☺️মনটা একেবারে জুড়িয়ে গেল|
Osadharon. Prosen da r golay ei gaan ta sunechilam prothom bar, khub bhalo legechilo
@Abdul
Very emotional song
In love with this song❤️
darun hoyche ganta
তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই। তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই, শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশম মোজা, শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশম মোজা, হারিয়ে গেল কই? হারিয়ে গেল কই? তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই।। তোমার কাছে রইল রাখা অনেকদিনের জমতে থাকা মনের কথার সাধ, আজকে জোটে তোমায় যদি একটা গোটা গঙ্গানদী করবো অনুবাদ। অন্ধকারে যায়না দেখা তোমার চুলের গন্ধ মাখা, অন্ধকারে যায়না দেখা তোমার চুলের গন্ধ মাখা, স্বপ্নে ফোঁটে জুঁই, স্বপ্নে ফোঁটে জুঁই.. তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই, তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই, শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশম মোজা, শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশম মোজা, হারিয়ে গেল কই? হারিয়ে গেল কই? তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই।।
❤❤❤
তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশমও যা হারিয়ে গেল কই হারিয়ে গেল কই.. তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই তোমার কাছে রইলো রাখা অনেকদিনের জমতে থাকা মনের কথার সাথ আজকে জোটে তোমায় যদি একটা গোটা গঙ্গা নদী করবো অনুবাদ অন্ধকারে যায়না দেখা তোমার চুলের গন্ধ মাখা স্বপ্নে ফোটে জুঁই স্বপ্নে ফোটে জুঁই তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই শীতের রাতে যায়না বোঝা মনের বালিশ পশমও যা হারিয়ে গেল কই হারিয়ে গেল কই তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই তোমার চোখের শীতলপাটি দাও বিছিয়ে সই
Bhison sundor❤️
Please bring back Goyenda Ginni... A humble request from quality Bengali serial lover. #SVF #want_Goyenda_Ginni_Season2
অস্বীকার করা যাবে না লগ্নজিতা দিদি তুমি অসাধারন।।আমি জাস্ট ফিল নিচ্ছি।।কান্নাও আসতে দিচ্ছে না আবার ভালো ও লাগতে দিচ্ছে না।।একরকম শান্তি দিল।। আহাহাহা😍।।
Hello everyone here! I am a primary school teacher. I have a channel where I upload useful videos on Mathematics and Computer specially for the kids . Please watch the videos and subscribe my channel . Thanks in advance. 🙏 🙏 🙏
Magical Lagnajita💫✨
মনোরঞ্জন করা গান 💚❤💚
Aparajita di, Madhumita asadharan.... Dekhe elam aaj
Ma er kole ja shanti ache se ar kothao nei, kintu Jani na keno amar lagto ekhon lage bolte paren, je din amar ma thakbe na sedin se shanti ta ami tar kole pabo, han mane, oi amaar gf, na na biye tiye hobe na 😎 chara chari hoe geche, onek golpo se. Se jai hok gann ta sune onek Shanti o pelam, ar bhalo o laglo.
😊💞🎶🎶🎧
Wow 😍😍...what a song 😘😘
Wow
Lagnajita had this amazing voice of hers that she would sing anything and I would literally listen it for hours. In other note, this movie looks promising.Madhumita's smile and Aparajita's expression are something. 🥺 This duo can equally poised it and what can turned out to be another good family drama. Good luck for CHEENI. ❤ Love and Best Wishes from Bangladesh. 🇧🇩❤
লাভ ইউ মধুমিতা ❤️
We need this song for caller tune.
অনেক সুন্দর গান
NIce song 😍😍
osadharon.....new faourite !!
আমি এই গানটি প্রথম শুনলাম কারন এই গানটি আমার প্রিয়জন রোজ ওর নিজের গলায় বলে😍😍😍😍😍😍ওর গলাতেও দারুন লাগে। আমার অভিমান হবার সময় প্রাথম এই গানটা রেকর্ড করে দিয়েছিল ও প্রথম... এই কদিন আগে।।আমি অন্ধকারে দাঁড়িয়ে শুনতে শুনতে কেঁদে দিয়েছি
Amn valo valo movie gulo please banan
Kya baat, absolute gem. Jaymon kotha, temni sur, r taymoni gayaki.
😅😅😅😅😅😅Ami prothome ''Tomar chokhe shilpopoti porechilam''.....🤣🤣🤣🤣
অপরাজিতা ম্যাম ❤️✨
Just outstanding 😍😍.
মধুমিতা is Love ❤️😌✨
I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Aparajita Addo is one of the most talented actress of Bangla Cinema
ফিল্ম টা দেখতে চাই। কোথায় পাবো বুজতে পারলাম না। জানাবেন প্লিজ।
I don't no why ! That was to much heart touching! I am just crying 😭
Kahini ti bhison relatable Dhonnobad puro team ke
Sara dehe ekta sihoron lage ❤️🙏
মা-মেয়ের অসাধারণ অভিনয় সঙ্গে লগ্নজিতা দিদির গান। এক কথায় দারুন ❤️❤️❤️
Gaan ta nice.
Wow🇧🇩
Love ❤️ ❤️❤️ u modumita nice song .